নিজ বাড়ির পুকুরে ডুবে আড়াই বছর বয়সী শিশুর মৃত্যু

0
ভোলা Bhola

বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা জেলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. তামিম নামক আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত তামিম ৩নং ওয়ার্ডের চরজ্ঞান গ্রামের বাসিন্দা মো. মোতাহারের ছেলে।

তামিমকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।