নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির প্রস্তাবনা তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কিছুদিনের মধ্যে তা জাতির সামনে তুলে ধরা হবে।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইঞা জুয়েলের মুক্তির দাবিতে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন আমীর খসরু।
বিএনপি নেতা বলেন, ‘তারা যদি বিএনপির সেই প্রস্তাবনার জন্য অপেক্ষা করে থাকে, আমি তাদেরকে স্বাগত জানাই। আমাদের সেই প্রস্তাবনার কাজ শেষের দিকে। উপস্থাপন করব জাতির সামনে এবং একটি জাতীয় আলোচনার ক্ষেত্র তৈরির চেষ্টা করছি আমরা। সেই আলোচনার মাধ্যমে, জাতীয় ঐকমত্যের মাধ্যমে একটি নির্বাচনী ব্যবস্থা আমাদের করতে হবে। বিশেষ করে, নির্বাচনকালীন সরকার যেটা হবে নিরপেক্ষ, যে নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে।’
খসরু বলেন, জনগণকে ভোটের বাইরে রেখে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যেতে ষড়যন্ত্র শুরু করেছে। জনগণ এবার সব ষড়যন্ত্র প্রতিরোধ করবে জানিয়ে তিনি নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তাবনা মেনে নেওয়ার আহ্বান জানান।