নেত্রকোণায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর পৌনে ২টার দিকে পৌর শহরের জয়নগরে ওই ছাত্রকে বাঁচাতে গিয়ে ওই শিক্ষার্থীর মামাও গুরুতর আহত হন।
নিহত আকাশ চক্রবর্তী (১৮) বারহাট্রা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের গোবিন্দ চক্রবর্তীর ছেলে। তিনি নেত্রকোণা আবু আব্বাস কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
আহত মামা প্রশান্ত চক্রবর্তী (৩৫) নেত্রকোণা পৌর শহরের জয়নগর এলাকার প্রফুল্ল চক্রবর্তীর ছেলে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আকাশ কয়েকদিন আগে জয়নগরে প্রশান্ত চক্রবর্তীর বাড়িতে বেড়াতে আসেন।
গতকাল বেলা দেড়টার দিকে গাছ থেকে পেয়ারা পাড়তে মামার বাড়ির চালে উঠেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যায়। এ ঘটনা দেখে মামা প্রশান্ত তাকে বাঁচাতে এগিয়ে যায়।
বিদ্যুৎস্পৃষ্টে আকাশ ঘটনাস্থলেই মারা যায় আর প্রশান্ত গুরুতর আহত হন। এলাকাবাসী প্রশান্তকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই আকাশের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।