মঙ্গলবার (১৩ জুলাই) নোয়াখালীর সুবর্ণচরে জোহরের নামাজের সময় মসজিদ থেকে ফয়জুল করিম (২৫) নামের এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ওই ইমাম সাহেব জোহরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
নিহত ফয়জুল করিম নোয়াখালী উপজেলার চর বৈশাখী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলার ১ নম্বর চরজব্বর ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের মোহাম্মদীয়া জামে মসজিদে প্রায় এক মাসের বেশি সময় ধরে ইমামতি করে আসছিলেন।
আজ সন্ধ্যায় চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় ইমামের মরদেহটি দাফনের জন্য ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁর হাতে পোড়া দাগ দেখে ধারণা করা হচ্ছে, আজানের জন্য সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মসজিদে জোহরের নামাজ পড়তে গেলে মুসল্লিরা ফয়জুলকে মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। পরবর্তীতে তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরপরই তাকে মৃত ঘোষণা করেন ওখানে থাকা কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সাথে কথা বলা হলে তিনি জানান, গত ৬ জুন ফয়জুলকে এই মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।