পরমাণু চুক্তি রক্ষায় মস্কো সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

0
মস্কো

ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতায় রাশিয়া চুক্তিটি রক্ষায় চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে বৈঠক করতে সোমবার মস্কো সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জরিফ।

এই কূটনৈতিক সফরে মস্কোর পর চলতি সপ্তাহেই বেইজিং সফর করেন তিনি। এছাড়াও চলতি সপ্তাহের শেষ দিকে ব্রাসেলস যাবেন ইরানের পরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জরিফ। চুক্তিটির আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা ২০১৫ সালে হওয়া শর্তের ভিত্তিতে এটিকে রক্ষার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রবিবার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জারিফ বলেন, চুক্তিটির জন্য একটি ‘বাধাহীন ভবিষ্যৎ পরিকল্পনা’র ব্যাপারে তিনি আশাবাদী। খবর এএফপি’র।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি ইতোমধ্যেই জার্মানীর অ্যাঞ্জেলা মার্কেল ও তুরস্কের রিসপ তাইয়েপ এরদোগানের চুক্তিটি রক্ষায় প্রচেষ্টা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট চুক্তিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর তারা ‘গভীর উদ্বেগ প্রকাশ’ করেন।