গাজীপুর সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত জায়গায় পড়ে ছিল নবজাতকের মরদেহ। বুধবার সিটি করপোরেশনের কোনাবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় পরিত্যক্ত জায়গায় মেয়ে নবজাতকের মরদেহটি পড়ে ছিল। মরদেহটি দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, “ওই নবজাতকের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তার বয়স মাত্র এক দিন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”