পর্নো ভিডিও থাকায় জনসম্মুখে কম্পিউটার পোড়ালেন ম্যাজিস্ট্রেট

0
পর্নো ভিডিও থাকায় জনসম্মুখে কম্পিউটার পোড়ালেন ম্যাজিস্ট্রেট

রবিবার বিকেলে পর্নো ভিডিও থাকার অভিযোগে সাতক্ষীরার রেজওয়ান নামে একটি টেলিকম দোকানের মালিককে জরিমানা ও জব্দকৃত কম্পিউটার পুড়িয়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান অভিযান পরিচালনা করার সময়ে রেজওয়ান টেলিকম দোকান খোলা থাকায় মালিককে এক হাজার টাকা জরিমানা ও জব্দকৃত কম্পিউটারের পিসিটি পুড়িয়ে দেয়া হয়।

ওই টেলিকম দোকান মালিক রেজওয়ান সাতক্ষীরা উপজেলার শিয়ালডাঙ্গা এলাকার গোলাপ সরদারের ছেলে।

এ বিষয়ে রেজওয়ান জানান, বিকেল ৪টার দিকে বাড়িতে বিদ্যুতিক সমস্যার কারণে উনি দোকানে কিছু সরঞ্জাম নিতে আসেন। কিন্তু দোকান খোলা দেখে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান তার দোকানে এসে এক হাজার টাকা জরিমানা করেন এবং তার একমাত্র আয়ের উৎস দোকানে থাকা কম্পিউটারটি জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে দেন।

লকডাউনে আয় নেই তার মধ্যে তার ব্যবসায়িক কম্পিউটারটা দেওয়ায় এখন তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না।

অপরদিকে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, পর্নো ভিডিও থাকায় কম্পিউটারটি জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে এবং পাশাপাশি ওই দোকান মালিককে জরিমানা করা হয়েছে।