পাটখেতে মিললো যুবকের লাশ!

0
লাশ

আজ সোমবার (১২ জুলাই) যশোরের চৌগাছা উপজেলার একটি পাটখেত থেকে মুখমণ্ডলে স্কচটেপ লাগানো অবস্থায় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর (মন্মথপুর) মাঠের একটি পাটখেত থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর (মন্মথপুর) মাঠে অমেদ আলীর পাটখেতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরবর্তীতে সন্ধ্যা ছয়টার দিকে চৌগাছা থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অজ্ঞাত ওই যুবকটির পরনে ছিলো একটি কালো প্যান্ট এবং সে খালি গায়ে ছিলো। তাঁর মুখের মাস্ক ছিলো গলায় ঝোলানো এবং মুখ, নাক ও চোখ স্কচটেপ দিয়ে লাগানো ছিল। পরে রাত ৮.৩০টার দিকে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে লাশ পাঠানোর ব্যবস্থা করা হয়।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, মরদেহটির এখনো কোনো নাম ও পরিচয় জানা যায়নি। অজ্ঞাত যুবকটির নাম ও পরিচয় জানার চেষ্টা এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে।