কক্সবাজারের মহেশখালীতে পান ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে মহেশখালী থানা পুলিশ পাঁচটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক কারিগরকে আটক করা হয়েছে। বুধবার উপজেলার হোয়ানকের জামাল পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদ প্রাপ্তির ভিত্তিতে মহেশখালীর হোয়ানকের জামাল পাড়ায় অস্ত্র তৈরির আস্তানায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে অস্ত্র তৈরির প্রাক্কালে অস্ত্র কারিগর মাহমুদুল করিম মাদুইয়্যাকে পাহাড়ি আস্তানা থেকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় পাঁচটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি। আটক মাহমুদুল করিম মাদুইয়্যা স্থানীয় মৃত দলিলুর রহমানের পুত্র।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্রসহ এক অস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।