পুকুর পাড়ে মিলল নিখোঁজ যুবকের লাশ

0
নেত্রকোনা Netrokona

নেত্রকোনার বারহাট্টায় নিখোঁজের একদিন পর মিলল সুলেমান মিয়া (৩৫) নামের এক যুবকের মৃতদেহ।

শুক্রবার সকালে উপজেলার আলোকদিয়া-নামাপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আবদুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গরুর জন্য ঘাস কাটতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সুলেমান মিয়া। রাতে বাড়ি ফিরতে দেরি হলে পরিবার খোঁজাখুঁজি করেন। শুক্রবার ভোরে বাড়ির পাশের একটি পুকুরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, “ধারণা করা হচ্ছে ঘাস কাটতে গিয়ে কৃষক সুলেমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।”