পুকুরে ডুবে একই সাথে ভাই-বোনের মৃত্যু

0
পিরোজপুর Pirojpur

মঙ্গলবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পত্তাশী গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মৃত ভাই-বোনেরা হলেন ওই গ্রামের মো. সরোয়ার হোসেন ফরাজির ছেলে নাজমুল ইসলাম (৯) ও মেয়ে নাইমা আক্তার (৭)।

স্থানীয় সূত্র হতে জানা যায়, বিকালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় তারা। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে পরবর্তীতে দুইজনের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। উদ্ধার করে ইন্দুরকানি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুইজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ,পেটে অতিরিক্ত পানি প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে।