পুকুরের মাছ খেতে এসে আটক মেছো বাঘ

0
পুকুরের মাছ খেতে এসে আটক মেছো বাঘ

পাবনার চাটমোহর থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের কাতুলী গ্রামের ওহাব খানের খামারবাড়িতে মেছো বাঘটি আটক করা হয়। পরবর্তীতে শনিবার বনবিভাগ প্রাণীটিকে উদ্ধার করে।

ওহাব খানের খামারবাড়ির খামারের কর্মী ফিরোজ হোসেন বলেন, নৈশপ্রহরী হিসেবে তিনিসহ রকিব ও আরও কয়েকজন খামার পাহারা দিচ্ছিলেন। রাত ১২টার দিকে মেছো বাঘটি খামারের পুকুর পাড়ে মাছের সন্ধানে ঘুরছিল। এসময় তারা লাঠি দিয়ে আঘাত করলে প্রাণীটি অচেতন হয়ে পড়ে। এরপর তাকে সুস্থ করে খামারে বেঁধে রাখা হয়।

শনিবার সকালে আটক করা মেছোবাঘটি দেখতে গ্রামবাসী ভিড় করে। পরে পুলিশ এসে মেছো বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটমোহর উপজেলা বন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, প্রাণীটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। পুরোপুরি সুস্থ হলে বসবাসের উপযোগী কোনো স্থানে অবমুক্ত করে দেয়া হবে।