ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭টি সরকারি কলেজের (২০১৭-২০১৮) শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সের ক্লাস ২০১৮ সালের ১৪ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়। ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ সময় সাত কলেজ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হকসহ অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে মোট ১৯ হাজার ৬০৩ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭০৫ জন। বিজ্ঞান ইউনিটের অধীনে ২০ হাজার ৩৩১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৭৫২ জন। বাণিজ্য ইউনিটের অধীনে মোট ১৮ হাজার ৩১৫জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী।