তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “মুজিববর্ষে সরকার গৃহহীনদের ঘর করে দিচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বিগত কোনো সরকার নিতে পারেনি।”
প্রতিমন্ত্রী আরো বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আমরা কাজ করছি। অসহায় মানুষের বরাদ্দে কোনো অনিয়ম হয়নি। প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রকল্পে কোনো অনিয়ম,দুর্নীতি সরকার বরদাশত করা হবে না।”
আজ শুক্রবার (১৬ জুলাই) বিকেলে নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরে প্রতিমন্ত্রী সিংড়া পৌরসভা এলাকার এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করেন। এছাড়া ১২ ইউনিয়ন ও পৌরসভায় ৪০টি করোনা স্যাম্পল বুথ স্থাপন উদ্বোধন করেন। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গণমাধ্যমকর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।