সামাজিক বনায়ন কর্মসূচির লক্ষ্য অর্জনের জন্য দেশব্যাপী বাংলাদেশ পুলিশ ও পুনাকের (বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি) কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জুম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে শেষে বেলা পৌনে ১টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়।
এসময় ভিডিও কনফারেন্সে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুম থেকে যুক্ত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলার পুনাক সভানেত্রী মোসা. সালেহা পারভীন প্রমুখ।