ফরিদপুরের বোয়ালমারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আ. হাই (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আ. হাই বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মৃত দানেশ শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি ৯ সেপ্টেম্বর রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। গত ১০ সেপ্টেম্বর বাড়ি থেকে ঢাকায় নিয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।
বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “মারা যাওয়া আ. হাই প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।”
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, “গত সপ্তাহে ২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া উপজেলায় ৬ জন ডেঙ্গু রোগী রয়েছে। তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।”