বুধবার রাতে ফেনীর পরশুরামে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে সাতটি নৌকা ও বালু উত্তোলনের সরঞ্জামসহ ছয় ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আব্দুর রহিম তাদের গ্রেফতারের এ বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, বুধবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে মজুমদারহাট বিওপির কমান্ডার সুবেদার মো. ফজলুর রহমানের নেতৃত্বে ভারত সীমান্তবর্তী ফেনীর মুহুরী নদীতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। অভিযানে সীমান্তের নিজকালিকাপুর এলাকার মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভারতে প্রবেশকালে ৬ ব্যক্তিকে আটক করে বিজিবি।
একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি কাঠের নৌকা, পাঁচটি স্টিলের নৌকা ও ৭টি ইঞ্জিনও জব্দ করা হয় তাদের থেকে।
গ্রেফতারকৃতরা হলেন- ভোলার চরফ্যাশন এলাকার আমিন বাজার গ্রামের রফিক ফরায়েজির ছেলে মো. আলাউদ্দিন (৩৫), একই উপজেলার দক্ষিণচর মঙ্গল গ্রামের মো. হাশেম সরদারের ছেলে মো. ফারুক হোসেন (৩৪), নেত্রকোনার হাজীগঞ্জ উপজেলার দেওপুর গ্রামের জনাব আলীর ছেলে মো. মাহাবুব (২৭), ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কাউতলী গ্রামের আলী আকবরের ছেলে আব্দুল মালেক (৩৭), একই উপজেলার বাউরখুমা গ্রামের হোনা মিয়ার ছেলে মো. শাহবুদ্দিন (৩৫) ও কাশিনগর গ্রামের বেলালের ছেলে মো. কামাল (৩৩)।
এ বিষয়ে লে. কর্নেল মোহাম্মদ আব্দুর রহিম জানান, বুধবার রাতে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাদেরকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।














