জেএমবির শুরা সদস্য দক্ষিণ অঞ্চল প্রধান আবু সাঈদ ওরফে করিম ওরফে তালহা ওরফে শ্যামলকে বগুড়ার নন্দীগ্রামে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা ইউনিট।
জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় শুক্রবার দিবাগত রাত একটার দিকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আবু সাঈদ ওরফে করিম ওরফে তালহা ওরফে শ্যামল জেএমবির শুরা সদস্য এবং দক্ষিণ অঞ্চল প্রধান। তিনি ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের একজন।
তিনি আরো জানান, অভিযানকালে আবু সাঈদের কাছ থেকে একটি নাইনএমএম পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী আরো জানান, বেলা একটায় সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআউজি) মো. আসাদুজ্জামান, বিপিএম ।