যশোরে ভৈরব নদে গোসলে নেমে শুক্রবার দুপুরে সায়েম হুসাইন (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ভৈরব নদের শহরতলীর মোমিননগর নওদা গ্রামের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সায়েম হুসাইন (১৭) নওদা গ্রামের মজির উদ্দিনের ছেলে ও যশোর ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে নদে গোসল করতে যায় সায়েম। পরে দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বন্ধুদের বাড়িতে গেলে জানতে পারেন সে নদে নেমে তলিয়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় সায়েমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান সোহান বলেন, ‘হাসপাতালে নেওয়ার কমপক্ষে দুই ঘণ্টা আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।’














