বরিশালে সমান তালে চলছে সংক্রমন ও মৃত্যু

0
দিনাজপুরে করোনা-উপসর্গে মারা গেলেন আরও ৫ জন

বরিশাল বিভাগে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একদিনে করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৭৪০ জন।

মঙ্গলবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় হাওপাতালের করোনা ইউনিটে ১৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনা পজিতিভ ছিল তিন জনের এবং বাকি ১১ জনের শুধু করোনা উপসর্গ ছিল। এছাড়া বাকি ৪ জন পটুয়াখালী ও বরগুনা জেলার।
তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৯০জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হয়েছে ৮২ জনের। সে হিসেবে শনাক্তের হার ৪৩ দশমিক ১৫ শতাংশ।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় দুই হাজার ৮৫ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৭৪০জন। অর্থাৎ শনাক্তের হার ৩৫ দশমিক ৪৯ শতাংশ। বিভাগের মধ্যে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি ৪৬ দশমিক ৭৪ শতাংশ হলো ভোলা জেলায়। এ জেলায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।