এএফসি কাপে অংশ নিতে গত মে মাসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মালদ্বীপ যাওয়ার কথা ছিল। কিন্তু রওনা হওয়ার দিন টুর্নামেন্ট স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বিমান ভাড়া, হোটেল বুকিং ও আনুষঙ্গিক বাবদ অনেক টাকা খরচ হওয়ার পর এএফসির এহেন সিদ্ধান্তে যারপরনাই হতাশ হয় কিংস কর্তৃপক্ষ।
এএফসির কাছে তারা ক্ষতিপূরণ দাবি করে। দুই পক্ষের হিসাব নিকাশ শেষে বসুন্ধরা কিংসকে ৫৭ হাজার ১৫৭ ডলার ৫০ সেন্ট বা বাংলাদেশি অঙ্কে প্রায় সাড়ে ৪৮ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএফসি। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
বুধবার (১৮ আগস্ট) আবু নাঈম সোহাগ বলেন, ১৬ আগস্ট তাকে পাঠানো চিঠিতে এএফসি জানায় যে তারা ক্ষতিপূরণ দিচ্ছে বসুন্ধরা কিংসকে। বসুন্ধরার ক্ষতিপূরণ দাবি করে লেখা চিঠি আমলে নিয়েছে এএফসি। পিছিয়েছে এএফসি কাপের সূচি। তবে বসুন্ধরার বিষয় ছাড়াও আরেকটি বিষয়ে পেশ করা হয় এএফসি বরাবর।
অতীতে বেশ কয়েকবার এএফসি কাপে খেলা ঢাকা আবাহনী লিমিটেডকে এবার প্লে-অফ পর্বেও খেলতে দেয়নি এএফসি। কারণ জানতে চেয়ে আবাহনী এই ব্যাপারে চিঠি দিলেও চিঠির কোনো উত্তর দেয়নি এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।