বাংলাদেশকে ভারতের তথাকথিত (so-called) বন্ধু রাষ্ট্র উল্লেখ করে চীন ও পাকিস্তান চেয়েও বাংলাদেশকে ভারতের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হানসরাজ গঙ্গারাম আহির।
১৬ নভেম্বর (বৃহস্পতিবার) নয়া দিল্লিতে ব্যবসায়ী সংগঠন অ্যাসোচেম আয়োজিত ভারতের নিরাপত্তা বিষয়ক একটি সেমিনারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু পাকিস্তান বা চীন নয়, বাংলাদেশ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। আমি এটা জানি, কারণ খুব কাছ থেকে আমি বিষয়টি পর্যবেক্ষণ করেছি।‘
গত সপ্তাহে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাজ্য আসামের সীমান্ত এলাকা সফর করেছেন এই প্রতিমন্ত্রী। সফরে সীমান্ত নিরাপত্তা নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠক করেন। সফর শেষে দিল্লিতে ফিরে এরকম মন্তব্য করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলাদেশকে তথাকথিত বন্ধুরাষ্ট্র বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “বাংলাদেশ একটি তথাকথিত বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের জনগণের অবৈধ অনুপ্রবেশ ভারতকে অনেক ক্ষতিগ্রস্ত করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব।”
তিনি বলেন চীন, “মিয়ানমার, বাংলাদেশ বা পাকিস্তান যেখান থেকেই ভারতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটুক না কেন, তা বন্ধের জন্য আমরা বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করবো।”

অনুষ্ঠানে চীন প্রসঙ্গেও অহির মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘চীন আমাদের আমাদের ঘনিষ্ঠ বন্ধু নয়। তারা আমাদের জন্য সবসময় সমস্যা সৃষ্টি করে যাচ্ছে।”
তবে তার এ বক্তব্যের পরপরই গণমাধ্যমে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ তার মন্তব্যের সাথে আংশিক একমত হলেও অধিকাংশ গণমাধ্যমে তার এর মন্তব্যের সমালচনা করা হয়েছে। বাংলাদেশ ও চীন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক অবস্থান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই ধরনের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে এরকম বক্তব্য দেয়ার ক্ষেত্রে আরো সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করা হয়।