বান্দরবানে পানিতে নেমে নিখোঁজ হওয়া সেই পর্যটকের লাশ উদ্ধার

0
বান্দরবানে পানিতে নেমে নিখোঁজ হওয়া সেই পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের থানচিতে নিখোঁজ হওয়া পর্যটক মো. ফজলে এলাহী ফয়সালের (২৬) মরদেহ অবশেষে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্র হতে জানা যায়, ঢাকা থেকে আসা ১২ পর্যটকের একটি দল শনিবার সকালে থানচি বাজার থেকে রেমাক্রী-তিন্দুর উদ্দেশ্যে রওনা দেয়। পরে পথিমধ্যে দুপুরের দিকে ওই টিমের চার সদস্য বড় পাথর এলাকায় পানিতে নামলে ফজলে এলাহি সুমন স্রোতে ভেসে যান। এ সময় অন্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা সেখানে এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রবিবার বিকালে ঘটনাস্থল থেকে ১০ ফুট দূরের একটি খাল থেকে নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত ওই যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অর্ন্তগত পূর্ব মেরাসানীর এলাকায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, মৃত ব্যক্তির স্বজনরা ইতিমধ্যে থানচিতে পৌঁছেছেন। নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।