বাল্যবিবাহ দিতে যাওয়ায় কনের বাবাকে জরিমানা

0
বাল্যবিবাহ দিতে যাওয়ায় কনের বাবাকে জরিমানা

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো এক স্কুলছাত্রী। শুক্রবার দুপুরে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা ওই ছাত্রীর সঙ্গে জেলার মাইজদী এলাকার এক যুবকের বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষের কেউ কনের বাড়িতে পা রাখেনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম গণমাধ্যমকে জানান, নিজের দোষ স্বীকার করে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না এই মর্মে মুচলেকা দেন কনের বাবা।