মাগুরা জেলায় মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। রবিবার দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আল মাহমুদ দুর্ঘটনায় নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে যশোর থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস রামকান্তপুর ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শালিখা থানার ওসি হোসেন আল মাহমুদ।
Attachments area