ঢাকা বিমানবন্দরে অাগুন- নিয়ন্ত্র‌নে কাজ কর‌ছে ফায়ার সা‌র্ভি‌স

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অাজ দুপুর ১:৩০ এর দি‌কে অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে। সব ধর‌নের ফ্লাইট সাম‌য়িক বন্ধ অা‌ছে। অাজ শুক্রবার দুপু‌রে জুমার নামা‌জের পূ‌র্বেই বিমানবন্দ‌রের ৩য় তলায় সৌ‌দি এয়ারলাইনস এর এক‌টি কক্ষের কা‌ছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ব‌লে জানি‌য়ে‌ছেন কর্তব্যরত একজন অার্মড পু‌লিশ। তবে এ ঘটনায় এখ‌ন পর্যন্ত কো‌নো হতাহতের খবর পাওয়া যায়‌নি।

অাগুন নিয়ন্ত্র‌নে কাজ কর‌ছে ফায়ার সা‌র্ভি‌সের ১০ টি ইউ‌নিট।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে