বিল গেটস ও ওয়ারেন বাফে-কে টপকে বিশ্বের শীর্ষ ধনী এখন জেফ বেজস

0
শীর্ষ ধনীর তালিকা

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফোর্বস পত্রিকার করা এ তালিকায় প্রথমবারের মতো শীর্ষ ধনী ব্যক্তি হলেন জেফ বেজস। ২০১৭ সালে অবশ্য তৃতীয় স্থানে ছিলেন জেফ। প্রথম ও দ্বিতীয় স্থানে ছিলেন যথাক্রমে বিল গেটস ও ওয়ারেন বাফে। ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে বেজসের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ২শ’ কোটি ডলার। গেলো বছর তার মোট সম্পদের পরিমাণ ছিলো ৪ হাজার কোটি টাকা।
শীর্ষ ধনীর তালিকা
মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস নেমে এসেছেন দ্বিতীয় অবস্থানে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৯ হাজার কোটি ডলার। অথচ গেলো ২৪ বছর ধরে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তকমা ধরে রেখেছিলেন বিল গেটস। তালিকায় ওয়ারেন বাফেটের অবস্থান তৃতীয় এবং পঞ্চম অবস্থানে রয়েছেন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

ফোর্বস-এর এই তালিকায় দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে আমেরিকার নাম। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। বিশ্বের ১৯তম ধনী ব্যক্তি ভারতের মুকেশ আম্বানি

ফোর্বস ম্যাগাজিনের তালিকায় নাম রয়েছে ১২১ জন ভারতীয়র। তবে ধনকুবেরদের এই তালিকায় সবচেয়ে ধনী ভারতীয় হলেন মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪০.১ লাখ কোটি মার্কিন ডলার। ২০১৭ সালে এই তালিকায় নাম ছিল ১০২ জন ভারতীয় ধনকুবেরের।

সারা বিশ্ব জুড়ে যে ২২০৮ ধনকুবেরের নাম ফোর্বসের তালিকায় রয়েছে, তার মধ্যে ১৯ নম্বরে রয়েছেন ভারতের এই বিজনেস ম্যাগনেট। ২০১৭ সালে তিনি এই তালিকায় ৩৩ নম্বর স্থানে ছিলেন। তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ২৩.২ লাখ কোটি মার্কিন ডলার।

ধনী ভারতীয়দের তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে আজিম প্রেমজির। ২০১৭ সালে তিনি ফোর্বসের তালিকায় বিশ্বের ৭২তম ধনী ব্যক্তি ছিলেন। সেই সময়ে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৪.৯ লাখ কোটি মার্কিন ডলার। তবে এবছর তাঁর র‍্যাংকিং ৫৮। সম্পত্তির পরিমাণ ১৮.৮ লাখ কোটি মার্কিন ডলার।

ভারতীয় হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন লক্ষ্মী মিত্তল। তবে ফোর্বসের তালিকায় বেশ খানিকটা নিচে নেমে গেছেন তিনি। ২০১৭ সালে যেখানে তিনি ৫৬ নম্বরে ছিলেন, সেখানে ২০১৮ সালে তিনি নেমে গিয়েছেন ৬২ নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ অবশ্য গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। বর্তমানে মিত্তলের সম্পত্তির পরিমাণ ১৮.৫ লাখ কোটি মার্কিন ডলার।

ভারতের ধনীতম মহিলা হিসেবে ফোর্বসের তালিকায় নাম রয়েছে সাবিত্রী জিন্দলের। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তিনি ১৭৬ নম্বরে রয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৮.৮ লাখ কোটি মার্কিন ডলার।