বিষখালী নদী থেকে এক শিশুর গলিত লাশ উদ্ধার

0
বিষখালী নদী থেকে এক শিশুর গলিত লাশ উদ্ধার

ঝালকাঠি জেলার রাজাপুরে বিষখালী নদী থেকে অজ্ঞাতনামা এক শিশুর গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার নাম–পরিচয় কিছুই জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, বিষখালী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিশুটির বয়স আনুমানিক ৮ বছর। তার শরীরের মাংস পচে পোকা ধরেছে। ১৫-২০ দিন আগের লাশ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, লাশের পরিচয় জানার চেষ্টা অব্যহত আছে। একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।