বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন, পরে বিয়ে

0

সচরাচর দেখা যায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের কথা। তবে এবার ঘটেছে ব্যতিক্রম ঘটনা। রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন ওমর ফারুক নামের এক যুবক।


বৃহস্পতিবার ভোর থেকেই উপজেলার নওপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে। পরে উভয়ের পরিবারের সম্মতিতে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ের বন্ধনে আবদ্ধ করা হয়েছে বলেও জানা গেছে।

স্থানীয়রা বলেন, উপজেলার নওপাড়া গ্রামের আক্তার আলীর মেয়ে অন্তরা খাতুন (২৪)। ওই একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (২৫)। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে অন্তরার বাড়িতে বিয়ের প্রস্তাব দেন ওমর ফারুক। কিন্তু বাধ সাধেন অন্তরা। তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। পরে কোনো উপায় না পেয়ে বৃহস্পতিবার ভোর থেকে অন্তরার বাড়ির সামনে অনশন শুরু করেন ফারুক। প্রায় ৭ ঘণ্টা অনশনের পরে এলাকাবাসীর সহায়তায় তিনি অনশন ভঙ্গ করেন। পরে উভয়ের পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে বেলা ১১টার দিকে কাজী ডেকে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। বিয়েতে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) জয়নাল আবেদীন জানান, ‌”তাদের দুইজনের মধ্যে পুরোনো প্রেমের সম্পর্ক রয়েছে। এর আগেও ওমর ফারুক ও অন্তরাকে নিয়ে এলাকায় এমন সমস্যা হয়েছিল। তারা একে অপরকে ভালোবাসেন। পরিবারের স্বজনরা মেনে না নেয়ায় ফারুক বিয়ের দাবিতে অনশন শুরু করেছিলেন।”

তিনি আরও জানান, “তাদের নিয়ে যেন বারবার সমস্যা পোহাতে না হয় এবং কেউ যেন কোনো ধরনের অঘটন না ঘটিয়ে ফেলেন, সেজন্য দুই পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের বিয়ে দেয়া হয়েছে।”