কঠোর বিধিনিষেধ তোয়াক্কা না করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বৈরী আবহাওয়ায় আজও পদ্মা পাড়ি দিচ্ছেন শত শত মানুষ।
শুক্রবার সকাল থেকে ফেরিতে জরুরি যানবাহন ছাড়াও ব্যক্তিগত গাড়ি ও মানুষ উঠতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঘাটে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে। ঘাট এলাকায় পুলিশের চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও যাত্রীরা নানা অজুহাত দেখিয়ে রাজধানী ঢাকায় আসছেন।
এদিকে ঘাট ও ফেরিতে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি কাউকে। ফেরি থেকে নেমে ছোট-বড় যানবাহনে ভেঙে ভেঙে যাত্রীরা রওনা দিচ্ছেন তাদের গন্তব্যে। এতে তাদের গুনতে হচ্ছে দুই তিনগুণ বেশি ভাড়া।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব জানান, “নৌরুটে ছোট বড় মিলিয়ে ৯ টি ফেরি চালু রয়েছে। শুধুমাত্র জরুরি গাড়ি পারাপারেই ফেরি চালু রয়েছে। ঘাটে গাড়ির চাপ না থাকায় যেসব গাড়ি পারাপারের জন্য আসছে তাদের খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না।”
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ জানান, নানা অজুহাত দেখিয়ে ঘাটে আসছে সাধারণ মানুষ। অযৌক্তিক কারণে নদী পারের চেষ্টা করলে তাদের ফেরত দেয়া হচ্ছে বলেও জানান তিনি।