বিশ্বকাপ দলের একজনকে না নিয়ে এসেও দারুণ পারফরম্যান্সে ৩-২ হারে সিরিজ শেষ করলো নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের পর প্রতি ম্যাচেই উপহার দিল তারা দারুণ লড়াই। সিরিজ জিততে না পারলেও ৩-২ হারে দেশে ফিরছে নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড শুরু করলো দারুণভাবে। ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে সংগ্রহ ১৬১ রান। কিন্তু নিজেদের মাঠে শুরুতেই দূবর্ল হয়ে পরে বাংলাদেশ। আফিফ হোসেন চেষ্টা করলেও প্রভাব ফেলেনি ম্যাচ নিজেদের করে নিতে।
২০ ওভার শেষে শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং থামে ১৩৪ রানে। ৩৩ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৬১/৫ (অ্যালেন ৪১, রবীন্দ্র ১৭, ল্যাথাম ৫০, ইয়াং ৬, ডি গ্র্যান্ডহোম ৯, নিকোলস ২১, ম্যাকনকি ০, ব্রেসওয়েল ৫, এজাজ ৩, টিকনার ৩, ডাফি ৩; তাসকিন ৪-০-৩৪-১, নাসুম ২-০-৫-২, শরিফুল ৪-০-৪৮-২, মাহমুদউল্লাহ ৩-০-১৭-০, সৌম্য ২-০-১৪-০, আফিফ ৩-০-১৮-১, শামীম ১-০-৪-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৪/৮ (নাঈম ২৩, লিটন ১০, সৌম্য ৪, মুশফিক ৩, আফিফ ৪৯, মাহমুদউল্লাহ ২৩, সোহান ৪, শামীম ২, তাসকিন ৯, নাসুম ৩; ডাফি ৪-০-২৫-১, এজাজ ৪-০-২১-১, কুগেলাইন ৩-০-২৩-২, ম্যাকনকি ৩-০-২৫-১, সিয়ার্স ৩-০-২১-১, রবীন্দ্র ৩-০-১৯-১)