বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘জনগণই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা নয়। গণতন্ত্রের প্রশ্নে আপস নয়।’দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন শুক্রবার এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া আরও বলেন, ‘বিশ্ব দেখল ব্যালট নয়, বুলেটই শেখ হাসিনার ক্ষমতার উৎস। ৫ জানুয়ারির ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন বাংলাদেশিদের ভোটাধিকারের ঐতিহাসিক সংগ্রামের প্রতি করুণ পরিহাস ও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত।’
বিশ্ব দেখল ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস। জানুয়ারি ৫’র ‘ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন’ বাংলাদেশীদের ভোটাধিকারের ঐতিহাসিক সংগ্রামের প্রতি করুণ পরিহাস ও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত। জনগণই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা না। গণতন্ত্রের প্রশ্নে আপস নয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। ওই নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। এর পরের বছর থেকে ক্ষমতাসীন দল দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে। অন্যদিকে সংসদের বাইরে থাকা বড় দল বিএনপি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে থাকে।