গত ১১ জুলাই ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকা ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আবারও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গতকাল (১৫ জুলাই) রাতে উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই সমর্থকের মধ্য তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায় সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আহত পাঁচজন হলেন মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সি ও ফুরকান মুন্সি। তাদের মধ্যে মিনার মিয়া নামক এক ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এবারের কোপা আমেরিকা ফাইনালের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খেওয়াই গ্রামের সর্দার বাড়ির শিপন (১৯) ও মুন্সি বাড়ির হৃদয়ের (১৮) বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনার মধ্য দিয়ে এ কাহিনীর সূত্রপাত ঘটে। হৃদয়৷ ছিলেন আর্জেন্টিনা ও শিপন ব্রাজিল দলের সমর্থক। পরবর্তীতে এই ঘটনার জের ধরে ওইদিনই রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের খবর পেয়ে আজ সকালে এলাকায় পুলিশ আসে। তবে সংঘর্ষের পর থেকে এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি শান্ত আছে।
প্রসঙ্গত ব্রাজিল ও আর্জেন্টিনা দলের খেলা নিয়ে তর্কবিতর্কের জের ধরে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে রেজাউল নামের এক ব্রাজিল সমর্থকের চাচা নোয়াব মিয়াকে (৬০) মারধর করেন আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজনেরা। পরবর্তীতে এ ঘটনার জের ধরে একই দিন রাতেই আবার আর্জেন্টিনার সমর্থক জীবনের ৩ সহযোগীকে বেদম প্রহার করেন ব্রাজিল সমর্থক রেজাউলের লোকজনেরা। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনার ঝড় উঠলে গত ১১ জুলাই অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও ১১৬টি বিটে পুলিশ মোতায়েন করা হয়।