ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর করোনা শনাক্ত

0

যুক্তরাজ্যের সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জাভিদের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সম্প্রতি, তার শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সাজিদ জাভিদ জানান, শুক্রবার রাতে অস্বস্তি লাগার কারণে তিনি কোভিডের একটি র‍্যাপিড টেস্ট করানোর পর পরীক্ষায় পজিটিভ পেয়েছেন। আপাতত পিসিআর টেস্টের ফল আসার আগ পর্যন্ত বাসায় আইসোলেশনে অবস্থান করবেন তিনি।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি ভেঙে এক সহকারীকে চুমু খাওয়ায় পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন পূর্বের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এরপর সাবেক অর্থমন্ত্রী পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদকে স্বাস্থ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।