কঠোর বিধিনিষেধও প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হলে জরিমানা গুনতে হয় মিরপুর-১ নম্বর এলাকায় পুলিশ চেকপোস্টে।
লকডাউনের কারণে দুজনের দেখা হচ্ছে না, কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। প্রেমিকার আবদার পূরণ করতে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন প্রেমিক। কিন্তু বিধিনিষেধের মধ্যে দুইজন এক বাইকে চড়াতে নিষেধাজ্ঞা থাকায় ঘোরাঘুরির বদলে পড়তে হয়েছে পুলিশের মামলায়, গুনতে হয়েছে জরিমানা।
শুক্রবার মিরপুর-১ নম্বর এলাকায় চেকপোস্টে এ ঘটনা ঘটে। এসময় চেকপোস্টে দায়িত্বে ছিলেন সার্জেন্ট নাজমুল হোসাইন রাসেল।
সার্জেন্ট নাজমুল হোসাইন রাসেল জানান,”তাদেরকে চেকপোস্টে থামানোর পর প্রথমে পরিচয় দিয়েছিলেন ভাইবোন। কিন্তু পরবর্তীতে জানা যায়, তারা প্রেমিক-প্রেমিকা। তারা ঘুরতে বের হয়েছিলেন।”
এ নিয়ে সার্জেন্ট নাজমুল হোসাইন তার ফেসবুক পেইজে একটি পোস্টও করেন। পোস্টে তিনি লিখেছেন, “বেচারা গার্লফ্রেন্ড নিয়ে লকডাউনে ঘুরতে বের হয়েছে। আজকে ঘুরতে না নিয়ে গেলে নাকি ‘ব্রেক-আপ’ আহারে! কী আর করা, বুঝিয়ে শুনিয়ে ছোট একটা কেস (জরিমানা) করে বাসায় পাঠালাম। তাদের উভয়ের সুবুদ্ধির উদয় হোক, এই কামনা করি।”
ফেসবুকে পোস্ট করার উদ্দেশ্য হিসেবে পুলিশের এই কর্মকর্তা জানান, “অনেকটা মজার ছলে পোস্টটি দেয়া হলেও উদ্দেশ্য ছিল, এসব কারণে মানুষ যেন রাস্তায় বের না হয়। সবাই যেন সরকারের নির্দেশনাগুলো মেনে চলে।”
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে ঈদুল আজহা পরবর্তী ১৪ দিনের কঠোর লকডাউন চলছে, যা শেষ হবে আগামী ৫ আগস্ট। এই সময়ে অপ্রয়োজনে কাউকে বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে সরকারের।