বড়ভাই ও ছোটভাইয়ের মধ্যে বিয়ে নিয়ে দ্বন্দ যখন চরম পর্যায়ে

0
বড়ভাই ও ছোটভাইয়ের মধ্যে বিয়ে নিয়ে দ্‌বন্দ যখন চরম পর্যায়ে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোটভাইয়ের ছেলের সঙ্গে বড়ভাই তার মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় বড়ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে ছোটভাই। শুধু তাই নয়, বড় ভাইকে তিনি জীবননাশের অব্যাহত হুমকি দিয়ে আসছেন বলেও জানা গেছে।

এ ঘটনায় বুধবার রাতে উপজেলার তুষখালী বাজারের ওই ব্যবসায়ী বড়ভাই বেলায়েত হোসেন নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ছোটভাই রেজাউল সিকদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় জিডি একটি করেছেন। তারা উপজেলার তুষখালী গ্রামে্র মৃত চাঁন মিয়া সিকদারের সন্তান।

জিডি সূত্রে জানা যায়, বড়ভাই বেলায়েত হোসেনের অনার্স পড়ুয়া মেয়েকে (২০) ওই বাজারের পল্লী চিকিৎসক ছোটভাই রেজাউল সিকদার তার মাদ্রাসা পড়ুয়া ছেলে মেহেদী হাসানের (২৫) সঙ্গে সম্প্রতি বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বেলায়েত সিকদার এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার ছোটভাইকে ফিরিয়ে দেন।

এতে ছোটভাই রেজাউল সিকদার ক্ষিপ্ত হয়ে বড়ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন এবং তাকে জীবননাশের হুমকি দেন।

পরে অভিযুক্ত রেজাউল সিকদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, বড়ভাই তার মেয়েকে উনার ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে নিজেই এখন তা অস্বীকার করছেন।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ বিষয়েরয়ের তদন্ত করে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।