ভারতের উপহারের দুটি অক্সিজেন প্লান্ট এলো দেশে

0
ভারতের উপহারের দুটি অক্সিজেন প্লান্ট এলো দেশে

মহামারি এই করোনা অবস্থা মোকাবিলায় বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার অংশ হিসেবে ভারতের উপহা্র হিসেবে দুইটি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকালে ভারতীয় নৌবাহিনীর আইএনএস সাবিত্রী নামক টহল জাহাজ উপহারের অক্সিজেন প্ল্যান্ট দুটি নিয়ে চট্টগ্রামে বন্দরে পৌঁছায়।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন দ্বারা নির্মিত এই প্ল্যান্টগুলোর অক্সিজেন উৎপাদন ক্ষমতা প্রতি মিনিটে ৯৬০ লিটার। অক্সিজেন প্ল্যান্ট দুটির একটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হবে এবং অন্যটি বিএনএস পতেঙ্গায় স্থাপনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যাধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ এ প্ল্যান্টগুলি অত্যন্ত সাশ্রয়ীভাবে তাৎক্ষণিক মেডিকেল অক্সিজেন উৎপাদন করে। হাসপাতালগুলোতে সরাসরি স্থাপনের পাশাপাশি এগুলি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্যও ব্যবহার করা যাবে। প্ল্যান্টগুলি চিকিৎসাকাজে ব্যবহারের জন্য প্রেসার স্যুইং অ্যাবসর্পশন নীতিসহ জিওলাইট বা মলিকুলার সীভ প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত মানসম্মত মেডিকেল অক্সিজেন উৎপন্ন করে থাকে।

আরও জানানো হয়, আইএনএস সাবিত্রীর এ বাংলাদেশ সফর ২০২১ সালে ভারতীয় নৌবাহিনী জাহাজের দ্বিতীয়বারের মত বন্দর পরিদর্শন, যা ভারত-বাংলাদেশ যৌথভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে।

ইতপূর্বে চলতি বছরের মার্চ মাসে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর দুইটি জাহাজ প্রথমবারের কত মংলা বন্দর সফরে এসেছিলো।