বুধবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় সদরে ভিমরুলের কামড়ে জান্নাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানা গেছে।
নিহত শিশু জান্নাত সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাঠবাড়িয়া এলাকার হানিফ মিয়ার মেয়ে। একই ঘটনায় জান্নাতের বড় ভাই মাইনুল (৭) ও চাচাতো বোন জসিম মিয়ার মেয়ে তাবাসসুম (৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে জান্নাতের চাচা ফিরোজ মিয়া বলেন, ‘বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জান্নাত, তার ভাই মাইনুল ও চাচাতো বোন তাবাসসুম বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির উত্তর পাশের ঝোঁপে খেলতে গেলে সেখানে তাদের তিনজনের শরীরের বিভিন্ন স্থানে ভিমরুল কামড় দেয়।’
তিনি আরও বলেন, এতে অসহ্য যন্ত্রণায় তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। অবস্থা খারাপ হওয়ায় সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক তাদের তিনজনকেই জরুরি বিভাগের শিশু বিভাগে ভর্তি করেন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত মারা যায়। অপরদিকে বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু জানান, ভিমরুলের কামড়ে আহত হয়ে তিন শিশু বিকেলে হাসপাতালে ভর্তি হয়। রাতে তাদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে ওই দুই শিশুর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।