ভুল চিকিৎসায় প্রাণ গেলো গর্ভের সন্তানের

0
বরিশাল Barishal

বুধবার বরিশালের আগৈলঝাড়ায় এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান মারা যাওয়ার অভিযোগ উঠেছে বলে খবর পাওয়া গেছে। ওই নারী গুরুতর অসুস্থ হওয়ায় বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আমবৌলা গ্রামের বাসিন্দা ইউনুস ফকিরের ছেলে প্রবাসী গোলাম মাওলার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লিয়া বেগমের শরীরে হঠাৎ জ্বর দেখা দিলে ২৪ জুলাই তাকে নিয়ে পয়সারহাট বাজারে শহীদ মেডিকেল হল ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা পল্লী চিকিৎসক রিপন হালদার ওই নারীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে দেন। পরে তিনি সেগুলোর রিপোর্ট দেখে লিয়া বেগমকে অ্যান্টিবায়োটিক ইনজেকশনসহ কিছু ওষুধ দেন। কিন্তু ওই ওষুধ প্রয়োগের পর লিয়া বেগম অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার তাকে উপজেলার পয়সারহাট আদর্শ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়।

পরে সেখানে থাকা চিকিৎসক অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর আল্ট্রাসনোগ্রামসহ পরীক্ষা-নিরীক্ষা করে জানান তার গর্ভের সন্তানটি মারা গেছে । পরবর্তীতে স্বাভাবিক প্রক্রিয়ায় গর্ভের মৃত সন্তানকে প্রসব করানোর চেষ্টা করা হলে গৃহবধূর অবস্থা আরও খারাপ হয়। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত রিপন হালদার জানান, গর্ভের সন্তানের মৃত্যু যে কোনো কারণেই হতে পারে। তবে উনার চিকিৎসার কারণে ওই সন্তান মারা গেছে এ তথ্য তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সাথে কথা বললে জানা যায়, কোনো পল্লী চিকিৎসকের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক লেখার আইন নেই। আর অভিযুক্ত ওই পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় গর্ভের সন্তান মারা গেছে কিনা তার সুষ্ঠু তদন্ত করে পরবর্তী সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।