আজ বুধবার সন্ধ্যার দিকে কক্সবাজারের মহেশখালীতে ২ টি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয় পৌরসভার পুটি বিলাহ পাল পাড়ায়। অপরটি বিধ্বস্ত হয় ছোট মহেশখালী ইউনিয়নের কম্বনিয়া গ্রামে।
এই তথ্য জানান এএসপি রতন কুমার। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। সবকিছু পর্যবেক্ষণ করছি। তবে দুর্ঘটনার কারণ ও হতাহতের খবর এখনও জানা যায় নি।
এই দিকে স্থানীয়রা জানান, আজ সন্ধ্যার দিকে মহেশখালীর দুইদিকে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। একটি বিমান কম্বনিয়া ইউনিয়নের পাহাড়ের দিকে বিধ্বস্ত হয়ে মাটিতে ঢুকে যায়। অপরটি সমতলে বিধ্বস্ত হয়।