কাকরাইলে চাঞ্চল্যকর মা-ছেলে খুনের ঘটনায় মূলহোতা আল-আমিন জনিকে গ্রেফতার করেছে র্যাব-৩।
আজ শনিবার র্যাবের অভিযানে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, র্যাবের অভিযানে গোপালগঞ্জ থেকে জনিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি হত্যার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে শনিবার বিকেল ৪টায় র্যাবের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কাকরাইলের তমা সেন্টারের গলির কাছে ৭৯/১ বাড়ির পাঁচতলা থেকে মা শামসুন্নাহার ও তার ছেলে শাওনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শামসুন্নাহারের ভাই আশরাফ আলী খোকন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা থানায় মামলা করেন।