মুক্তি পেলেন সৌদি প্রিন্স মিতেব, বিনিময়ে শতকোটি ডলার

0
মুক্তি পেলেন সৌদি প্রিন্স মিতেব, বিনিময়ে শতকোটি ডলার

দুর্নীতির অভিযোগে আটক সৌদি প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহ একশ কোটি ডলারের বিনিময়ে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার প্রিন্স মিতেব মুক্তি পান বলে জানিয়েছেন এক সৌদি কর্মকর্তা।

মুক্তি পেলেন সৌদি প্রিন্স মিতেব, বিনিময়ে শতকোটি ডলার

মিতেবের মতো আরও তিন প্রভাবশালী ব্যক্তি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে মুক্তির বিষয়ে সৌদি সরকারের সঙ্গে সমঝোতা করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসির।

সৌদি আরবের প্রয়াত বাদশা আব্দুল্লাহর ৬৪ বছর বয়সী ছেলে প্রিন্স মিতেব বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই। তাকে একসময় সৌদি সিংহাসনের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হতো। তিনি দীর্ঘকাল দেশটির অভিজাত বাহিনী ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন। গ্রেফতারের কিছুক্ষণ আগে তাকে পদচ্যুত করা হয়।

গত ৪ নভেম্বর সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ২০০ জনেরও বেশি রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বকে আটক করা হয়েছিল। পরে তাদের বিলাসবহুল হোটেলে আটকে রেখে অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে