মুন্সিগঞ্জের লৌহজংয়ে পাম্পের তীব্র গতির পানির পাইপ মুখে ঢুকিয়ে গুরুতর আহত আরাফাত (৬) মারা গেছে।
রবিবার রাত ১১টার দিকে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সোমবার দুপুরে আরাফাতের মৃতদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, রবিবার দুপুরে উপজেলা পালগাঁও এলাকায় আরাফাত, তার ভাই সাব্বির (১১) ও বোন সুমাইয়া বাড়ির ছাদে পাম্পের পানির পাইপ দিয়ে গোসল করছিল। এ সময় আরাফাত একপর্যায়ে পাইপটি মুখে ঢুকিয়ে ফেলে। পানির তীব্র গতিতে তার মুখ, চোখ দিয়ে রক্ত বের হয়ে গুরুতর আহত হয় সে। পরে তার ভাই বোনরা চিৎকার করলে পরিবার তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (মিডফোর্ড হাসপাতাল) ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, “পাম্পের পানির তীব্রতায় শিশুটির শরীরে রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”