ময়মনসিংহে বজ্রপাতে দুইজনের মৃত্যু

0
বজ্রপাত

ময়মনসিংহে বজ্রপাতে এক কিশোরসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার জেলার নান্দাইলের রাজগাতি ইউনিয়নের উলুহাটি দক্ষিণপাড়া ও ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃতরা হলেন, ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮) ও জেলার নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি দক্ষিণপাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে রবিন (১৪)।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেলোয়ার হোসেনের। মৃতদেহটি তার নিজ বাড়িতে আছে।”

এদিকে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, বাড়ির পাশে আরও একজনকে সঙ্গে নিয়ে কাজ করছিল রবিন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল মিয়া আরও একজন। তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, এর আগে ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আশ্রফপুর পশ্চিমপাড়া এলাকার মাঠে কাজ করার সময় রুবেল মিয়া নামের (১৬) এক যুবকের মৃত্যু হয়।