যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

0

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি আস্তানা সন্দেহে যশোরের একটি বাড়ি ঘিরে রেখেছে । গতকাল রোববার দিবাগত রাত দুইটা থেকে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া সড়কের ওই বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
পুলিশ বলছে, এই বাড়িতে গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সঙ্গে জড়িত ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জঙ্গি নুরুল ইসলাম মারজানের বোন থাকতে পারেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, জঙ্গি আছে বলে ঢাকা থেকে তথ্য দেওয়ার পর ওই বাড়ি ঘিরে রাখা হয়। সকালে কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের একটি দল যশোর এসে পৌঁছেছে। তারা অভিযানে অংশ নেবে। বাড়িটির মালিক হায়দার আলী যশোর জিলা স্কুলের শিক্ষক বলে জানায় পুলিশ।

হায়দার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাড়িটি তাঁর স্ত্রী ইসমত আরার নামে। তবে তাঁরা কেউ এখানে থাকেন না। মশিউর রহমান নামের একজনকে তাঁরা বাড়িটি ভাড়া দিয়েছেন। পুলিশ মশিউরকে সন্দেহ করেই বাড়িটি ঘিরে রেখেছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে