একটি খোলা চিঠি …….
প্রাপক :
রিক্সাওয়ালা, মাজলুম কিংবা ফুলবাবুদের স্বাধীন বাংলাদেশ।
এভাবে একটা মানুষের রিজিক কেড়ে নেয়া কতোটুকু যুক্তিযুক্ত? একটা হতদরিদ্র রিক্সাওয়ালা কিস্তিতে ব্যাটারীচালিত একটা গাড়ি চালিয়ে তার সংসার চালায়, সন্তানদের ভরণ পোষণ চালায়। সেকি চুরি করে?
ডাকাতি করে?
সে আপনার আমার মতো কেএফসির ফাস্টফুড খেয়ে ভুড়ি হাতায় না, ঢেঁকুরের সাথে তার হার্ড ড্রিংক্সের মিষ্টি ঘ্রাণ ও বাহির হয়না।
একজন রিক্সাওয়ালা সে। আপনাদের হাজার কোটি টাকা রিজার্ভ গায়েব হয়ে যাবার খবর সে রাখেনা, তার রেখে লাভ নাই। এসব গল্পে পেট চলেনা, সন্তানদের পাকস্হলির কান্না আলাদিনের চেরাগের গল্পও শুনতে চায়না।
তাজরিন, হলমার্ক ভুলে যাবেন না, বিসমিল্লাহ গ্রুপ ভুলে যাবেন না, ভুলে যাবেন না শেয়ার বাজারের দগদগে ক্ষতগুলো।
আমজনতাকে অশ্রুতে ভাসিয়ে লাভ নাই। আমজনতার পেটে লাথি মেরে আইনের শাসন প্রতিষ্ঠার দরকার নাই। যেসব পাজেরো জীপ উল্টো রাস্তা ধরে চলেছে…..,
যেসব মন্ত্রী আমলা বা সচিবদের গাড়ি ট্রাফিক আইনকে তোয়াক্কা করেনা – পারবেন তাদের গাড়িগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে?
যদি না পারেন তবে এসব গরীবের কান্না জাতিকে উপহার দেবেন না।
আপনার আমার যতোটুকু অধিকার, ঐ গরীব রিক্সাচালকের ঠিক তোটোটুকুই।
হতে পারে সে সাহেব বা ফুলবাবু না,
হতে পারে সে মাজলুম,
হতে পারে সে বোকা কিংবা মূর্খ।
হতে পারেন তিনি –
ঘাম ঝরানো একজন দিনমজুর কিংবা রিক্সাওয়ালা।
লেখক : Asif Soikot