রংপুর সিএমএইচে ভর্তি হয়েছেন এরশাদ!

0

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে অসুস্থবোধ করায় তাঁকে সেখানে ভর্তি করা হয়।

রংপুর সিএমএইচে ভর্তি হয়েছেন এরশাদ

বুধবার মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জাপা চেয়ারম্যান গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন।

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারে গত রোববার রংপুর সফরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান। গত সোমবার জাতীয় পার্টির মেয়র প্রার্থীর পক্ষে দিনভর প্রচার চালান তিনি। গতকাল রাত আটটার দিকে এক জনসভায় থাকাকালে তিনি অসুস্থবোধ করেন। উপস্থিত নেতা-কর্মীরা রাত পৌনে নয়টার দিকে তাঁকে রংপুর সিএমএইচে নিয়ে যান।

মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর বলেন, রংপুর সিএমএইচের চিকিৎসকেরা জানিয়েছেন, এরশাদ গ্যাস্ট্রিকের সমস্যার জন্য যে ওষুধ খাচ্ছিলেন, তা তাঁর শরীরের সঙ্গে মানিয়ে যায়নি।

ইয়াসীর বলেন, এরশাদ এখনো রংপুর সিএমএইচে আছেন। তাঁর বিশ্রামের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ এরশাদের উপস্থিতিতে যে জনসভা হওয়ার কথা ছিল, সেখানে হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে