রংপুরে মডার্নার ১২ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা পৌঁছেছে

0
রংপুর Rangpur

জেলার সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, সোমবার মধ্যরাতে ১২ হাজার ডোজের কয়েকটি কার্টনসহ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি ফ্রিজার ভ্যান সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। ইপিআর স্টোরে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে টিকাগুলো।


মঙ্গলবার সকাল থেকে নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা দেওয়ার মধ্য দিয়ে গণ টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

সিভিল সার্জন জানান, মর্ডানার ১২ হাজার ডোজ শেষ হলে পর্যায়ক্রমে আরও টিকা আসবে। ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন কেবল তারাই ২য় পর্যায়ে টিকা নিতে পারবেন।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে ৪০ হাজার সিনোফার্মের টিকা পাঠানো হয়েছে। এসব টিকা সোমবার থেকে দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার জন্য সুরক্ষা এপের মধ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত রংপুরে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭২৪ জন। ২য় ধাপে ৯০ হাজার মানুষকে এই টিকা দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।