সিরাজগঞ্জে রাতের আঁধারে জাতীয় শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় ব্যানার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও কেটে ফেলা হয়েছে।
শুক্রবার গভীর রাতে পৌর এলাকার মাহমুদপুরে এ ঘটনা ঘটে। ‘যুগান্তর সংসদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ ব্যানার টানানো হয়।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শফি বলেন, “জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২ আগস্ট ব্যানারটি টানানো হয়। শুক্রবার গভীর রাতে কে বা কারা পুরো ব্যানার ব্লেড দিয়ে কেটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ জানান, দলের ভেতরের অনুপ্রবেশকারীরা এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি।
পরবর্তীতে খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।