রোহিঙ্গা ক্যাম্পে আগুন, মা ও ৩ শিশুর মৃত্যু

0
রোহিঙ্গা ক্যাম্পে

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ মারা গেছেন মা। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁবুতে লাগা আগুনে দগ্ধ হয় ওই রোহিঙ্গা পরিবারের সদস্যরা।
রোহিঙ্গা ক্যাম্পে
আজ শুক্রবার বিকেলে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই চারজন।

নিহত হয়েছেন নূর হাবা (৩০) ও তাঁর তিন শিশু- দিল চাঁন বিবি (৬), আমিন শরীফ (৮) এবং আসমা খাতুন (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁবুর ভেতরে রান্না করার সময় তাতে আগুন লেগে যায়।

নূর হাবার স্বামীর নাম আবদুর রহিম। উখিয়ার বালুখালী টিভি রিলে কেন্দ্রের কাছেই ছিল তাঁদের তাঁবু। দগ্ধদের রেডক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে নিহত চারজনের ব্যাপারে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান।

গত বছর আগস্ট মাসের শেষের দিকে মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে